ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
শেরপুরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় জাকারিয়া পারভেজ (২৯) নামে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারভেজ কাহালু উপজেলার কাউড়াস কাজীপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পারভেজ মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা নেওয়া হবে। জাকারিয়া শেরপুর শহরে অবস্থিত ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।