ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে কীটনাশক ও সার জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
আদিতমারীতে কীটনাশক ও সার জব্দ, জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করে তা মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।


 
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানায়, আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নে যত্রতত্র গড়ে উঠেছে সার ও কীটনাশকের দোকান। যার মধ্যে অধিকাংশদের বৈধ কাগজপত্র নেই। এসব দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হয়। এ তথ্যের ভিত্তিতে ইউএনও জহুরুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউল আলম গ্রাম পুলিশ নিয়ে ভেলাবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ভেলাবাড়ি বাজারের সিদ্দিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিককে ২০ হাজার টাকা ও একই বাজারের মেসার্স আবির ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ সার রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ইউএনও জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।