বগুড়া: বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকা থেকে ১৮টি দেশীয় অস্ত্র (রামদা/চাপাতি) ও ১৩টি তাজা ককটেলসহ নয়ন (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ভাঙচুর ও নাশকতা মামলায় ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় ভাঙচুর ও নাশকতা মামলায় ১৪ জন এবং অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, তার সার্বিক নির্দেশনায় জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদের তত্ত্বাবধানে ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসারের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম নির্ভরযোগ্য অভিযান চালিয়ে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে নয়নকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী জেলা সদরের ঝোপগাড়ী হাজী মফিজ উদ্দিনের পরিত্যক্ত বাড়ি থেকে ১৮টি দেশীয় ধারালো অস্ত্র (রামদা/চাপাতি) ও ১৩ টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত নয়ন, বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা হারুন-অর রশিদ সাজু ও জামায়াত নেতা উজ্জল বগুড়া সদর থানায় দায়েরকৃত ১২টি অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামি। তারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় কখনও সরাসরি এবং কখনও দূরে থেকে বিভিন্নভাবে অর্থের যোগান দিয়ে থাকেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) সাইফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আব্দুল ওয়ারীশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৫