ঢাকা: এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এ নিন্দা-প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে এ মামলা থেকে ফালুর নাম প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান।
একই সঙ্গে বিবৃতিতে নেতারা ইংরেজী দৈনিক নিউএজ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার নাজমুল হুদা মামুন ও তার সহপাঠি ঢাবি ছাত্র খায়রুজ্জামান শুভর উপর পুলিশী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে এ হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তিও দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫