ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাউথ এশিয়ান গেমস

খেলোয়াড়দের প্রশিক্ষণেই যাবে সাড়ে ১২ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
খেলোয়াড়দের প্রশিক্ষণেই যাবে সাড়ে ১২ কোটি

ঢাকা: ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমসে ভালো ফলাফল অর্জনে খেলোয়াড়দের প্রশিক্ষণ আয়োজনে কোনো কমতি রাখতে চান না আয়োজকরা। তাই শুধুমাত্র প্রশিক্ষণ বাবদই মন্ত্রণালয়ের কাছে সাড়ে ১২ কোটি টাকা চেয়ে বাজেট পেশ করা হয়েছে।

তবে মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
 
সোমবার (০২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটি বাজেটে পেশ করা বরাদ্দ না কমিয়ে অতিদ্রুত টাকা প্রদানের পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। একইসঙ্গে ৪র্থ ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস-২০১৫ এর প্রশিক্ষণের জন্যও অর্থ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, মো. কবিরুল হক, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী  এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
সংসদ সচিবালয় সূত্র জানায়,  বৈঠকে ১২তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ দলের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

এসময় জানানো হয়, ৮টি দেশের অংশগ্রহণে ১২তম সাউথ এশিয়ান গেমস ২০১৫ ভারতে আয়োজিত হবে। এছাড়া ৪র্থ ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস-২০১৫ আয়োজনের প্রস্ততির সার্বিক বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। এ গেমসের আয়োজক বাংলাদেশ। এতে মোট ০৯টি ডিসিপ্লিন অন্তর্ভ‍ুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে থোক বরাদ্দ ৫০ কোটি টাকা কোন কোন খাতে কী পরিমাণ বরাদ্দ প্রদান করা হয়েছে তা জানতে চেয়েছে কমিটি। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এর বিভিন্ন কাজে কর্পোরেট সংস্থাসমূহকে সম্পৃক্ত করার বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর সুপারিশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।