ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ক্ষতিগ্রস্ত সাঁওতালপল্লী পরিদর্শনে সংসদীয় দল

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পার্বতীপুরে ক্ষতিগ্রস্ত সাঁওতালপল্লী পরিদর্শনে সংসদীয় দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুরে সাঁওতালদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ৯ দিন পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে সংসদীয় প্রতিনিধিদল।

সোমবার বিকেলে দলটি উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর চিড়াকুটা সাঁওতাল পল্লী পরিদর্শন করেন।



প্রতিনিধিদলে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সংসদের আদিবাসী বিষয়ক ককাসের আহ্বায়ক ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ককাসের সদস্য জাসদের যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন, মনোরঞ্জন শীল গোপাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বিষয়ক বিশিষ্ট গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক শামীম আল রাজি, পুলিশ সুপার নুরুল আমীন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন্দ্র নাথ সরেন প্রমুখ।

এ সময় মন্ত্রী সাঁওতালদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবে। ভূমি সমস্যার সমাধান আদালতের মাধ্যমেই হবে।

পরে তিনি সাঁওতাল পরিবারগুলোর মধ্যে কম্বল ও থালাবাসন বিতরণ করেন। এরপর সন্ধ্যায় মন্ত্রী তীরবিদ্ধ হয়ে নিহত শাফিকুল ইসলাম সোহাগের (২১) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

গত ২৪ জানুয়ারি আদিবাসী পল্লীর সদস্যদের সঙ্গে জমি নিয়ে স্থানীয়দের বাঙালিদের সংঘর্ষ হয়। এতে শাফিকুল ইসলাম সোহাগ সাঁওতালদের ছোড়া তীরবিদ্ধ হয়ে নিহত হয়। ওই ঘটনার জেরে স্থানীয় অসুলকোট শালাইপুর ও লালমাটি গ্রামের লোকজন হবিবপুর চিড়াকুটা গ্রামে সাঁওতালদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে।

ওই ঘটনায় দুই পক্ষে পাল্টাপাল্টি ‍মামলা করে। এছাড়া দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  

এদিকে, ওই ঘটনার পর থেকে সাঁওতাল পল্লীতে অস্থায়ী ক্যাম্প করে ২০ সদস্যের পুলিশের একটি দল মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।