জাতীয় সংসদ ভবন থেকে: হরতাল-অবরোধের মধ্যে দেশের বিভিন্ন রুটে যান চলাচল অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী এক সপ্তাহের মধ্যে দূরপাল্লার যানচলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ দেন সরকার দলীয় সদস্য মো. মামুনুর রশিদ কিরন। তিনি রোড সেফটি অ্যাকশন প্ল্যান কার্যকর শীর্ষক নোটিশে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন। পরে সম্পূরক প্রশ্নে সরকারিভাবে আরো বিআরটিসি বাস চালু করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী এসব কথা জানান।
দূরপাল্লার বাস চলাচলা ৬০ শতাংশ স্বাভাবিক হয়ে এসেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাসতো চলতে চায়, কিন্তু যাত্রী তো পেতে হবে। অনেকে ভয়ে গাড়িতে উঠতে চায় না। আমরা স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যান চলাচল আরও স্বাভাবিক হয়ে আসবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে সম্প্রতি ১০০০ হাজারের বেশি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, বিগত সময়ে সরকার ৫০টি জোড়া বাস (আরটিকুলেটেড) ও দূরপাল্লার বাস ও এসি বাসসহ ৯৫৮টি নতুন বিআরটিসি বাস চালু করেছে। চাহিদা অনুযায়ী এটা বেশি নয়।
তিনি বলেন, নতুন করে আরও ৫০০ বাস, ৩০০ ট্রাক ও ৫০টি জোড়া বাস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য পরিকল্পনা কমিশনের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন দিলে এসব বাস নামানো যাবে।
মন্ত্রী বলেন, তবে ইদানিং সহিংসতায় অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাড়ির ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ অবস্থায় গাড়ি মালিকরা বাস চালানোকে লাভজনক মনে করছেন না।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
** নাশকতা বন্ধে বিশেষ আইন করার দাবি
** খেলোয়াড়দের প্রশিক্ষণেই যাবে সাড়ে ১২ কোটি
** মেট্রোরেল সহ তিন বিলে রাষ্ট্রপতির সম্মতি
** সংসদের সামনে চিকিৎসক-এমপিদের মানববন্ধন
** বরাদ্দ থেকে বঞ্চিত নারী এমপিরা
** ডেসটিনির টাকা ফেরত পাবে গ্রাহকরা
** সিটি কর্পোরেশনে দায়িত্বে এলেই লুটপাট
** গ্যাসের হুইলিং চার্জ ৪৭ পয়সা করার প্রস্তাব