ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাষার মাসে ইংরেজিতে বিল উত্থাপন

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ভাষার মাসে ইংরেজিতে বিল উত্থাপন

জাতীয় সংসদ ভবন থেকে: ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে ইংরেজি ভাষায় উপস্থাপিত হলো ‘ট্রেডিং কর্পোরেশন বিল-২০১৫ এর রিপোর্ট’। ১৮ বছর আগে এই সংসদেই সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয়েছিল।

আর আদালতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে মাত্র দুদিন আগেই আইনটির সংশোধনী এনে আরও একটি বিল উত্থাপিত হয়েছে।
 
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী বিলটির রিপোর্ট উপস্থাপন করেন। একইসঙ্গে তিনি ফরমালিন নিয়ন্ত্রণ বিলের রিপোর্টও উপস্থাপন করেন। তবে এটিতে বাংলা ভাষাই ব্যবহার করা হয়।
 
সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইনের ৩(১) ধারায় বলা হয়েছে, ‘বাংলাদেশে সর্বত্র তথা সরকারি অফিস-আদালত আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশিদের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠি পত্র আইন আদালতের শওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলী অবশ্যই বাংলায় লিখতে হবে। বাংলা ভাষা ছাড়া অন্যকোন ভাষায় আবেদন বা আপিল করলে উহা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। ’

অথচ গতকাল সংসদের অধিবেশনে বিলের নাম হিসেবে বলা হয়েছে, ট্রেডিং কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট বিল, ২০১৫। বিলে সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়েছে- এই আইন ট্রেডিং করপোরেশ অব বাংলাদেশ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫  নামে অভিহিত হবে।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

** এক সপ্তাহের মধ্যে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হবে
** নাশকতা বন্ধে বিশেষ আইন করার দাবি
** খেলোয়াড়দের প্রশিক্ষণেই যাবে সাড়ে ১২ কোটি
** মেট্রোরেল সহ তিন বিলে রাষ্ট্রপতির সম্মতি
** সংসদের সামনে চিকিৎসক-এমপিদের মানববন্ধন
** বরাদ্দ থেকে বঞ্চিত নারী এমপিরা
** ডেসটিনির টাকা ফেরত পাবে গ্রাহকরা
** সিটি কর্পোরেশনে দায়িত্বে এলেই লুটপাট
** গ্যাসের হুইলিং চার্জ ৪৭ পয়সা করার প্রস্তাব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।