ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
চারঘাটে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত ৮ প্রতীকী

রাজশাহী: রাজশাহীর চারঘাটে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন।

সোমবার উপজেলার হলিদাগাছী তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন, রাজশাহী মহানগর পুলিশের কনস্টেবল জুয়েল, মোশাররফ হোসেন ও শহীদুল ইসলাম।

ভটভটি যাত্রীদের মধ্যে আহতরা হলেন, উপজেলার হলিদাগাছী এলাকার তালতলা গ্রামের খোরশেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), অনুপমপুর গ্রামের বাদশার স্ত্রী সেলিনা বেগম, সাদীপুর এলাকার ছহির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, মিয়াপুর গ্রামের শহিদুল্লার ছেলে মিলন আলী (৩০) ও  বাঘা উপজেলার মহদীপুর গ্রামের জোরান আলীর ছেলে আব্দুল গনী (৬৫)।

আহতদের মধ্যে পুলিশ সদস্য মোশাররফ ও শহীদুল এবং ভটভটি যাত্রী মিলনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চারঘাট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্তুজা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে ছেড়ে আসা চারঘাটগামী যাত্রীবোঝাই একটি ভটভটি হলিদাগাছী তালতলায় আসলে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন তিন পুলিশ সদস্যসহ ৮ ভটভটি যাত্রী।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।