জাতীয় সংসদ ভবন থেকে: সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ‘শহীদ জিয়া শিশু পার্ক’কে পিছিয়ে দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থান।
সোমবার (০২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গায় পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, সেই জায়গায় শিশু পার্ক নির্মাণ করা হয়। এ শিশু পার্ককে পিছিয়ে দিয়ে সে জায়গাকে ইতিহাসের সাক্ষ্য হিসেবে সংরক্ষণ করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে দেখা করায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার কড়া সমালোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার পুত্রের জন্য কামাল গংদের কান্না আসে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মানুষের কান্নায় তাদের হৃদয় নাড়া দেয় না।
ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ্য করে মোজাম্মেল হক বলেন, তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না। এ জন্য তারা ভিন্ন পথে ক্ষমতার স্বাদ নিতে চায়।
এসএসসি পরীক্ষার সময় বিএনপির হরতাল ও অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, আজকে ১৫ লাখ শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুত ছিলো। তাদের অভিভাবকরা অপেক্ষায় ছিলো। কিন্তু ২০ দলীয় জোট যে বিষ ছড়াচ্ছে তার কারণে তাদের পরীক্ষায় বিঘ্ন ঘটেছে।
তিনি বলেন, তারা ভেবেছিলো ৫ জানুয়ারির নির্বাচনের পর এ সরকার আর টিকতে পারবে না। কিন্তু যখন দেখলো সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করছে তখন তারা আবার সহিংসতা শুরু করেছে। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হওয়ায় বিএনপি নেতৃত্বাধীন জোট পরীক্ষার সময়ও হরতাল অবরোধ দিয়েছে।
যানমাল রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করতে বলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইনে যানমাল রক্ষায় গুলি করার কথা বলা আছে। তারপরও তাদের সে কথা স্মরণ করিয়ে দিতে এ কথা বলা হয়েছে। এ কথা বলাতে আসল ঘটনা বেরিয়ে এসেছে। এতদিন বিএনপি বলে আসছিলো আওয়ামী লীগ তাদের লোকজন দিয়ে বোমা মেরে মানুষ মারছে। এ কথা বলার পর এ বক্তব্য নিয়ে নানান কথা বলা শুরু করেছে তারা। এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে আসলে তারাই পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে। বিষয়টা এ রকম- ‘ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না’।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
** ভাষার মাসে ইংরেজিতে বিল উত্থাপন
** এক সপ্তাহের মধ্যে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হবে
** নাশকতা বন্ধে বিশেষ আইন করার দাবি
** খেলোয়াড়দের প্রশিক্ষণেই যাবে সাড়ে ১২ কোটি
** মেট্রোরেল সহ তিন বিলে রাষ্ট্রপতির সম্মতি
** সংসদের সামনে চিকিৎসক-এমপিদের মানববন্ধন
** বরাদ্দ থেকে বঞ্চিত নারী এমপিরা
** ডেসটিনির টাকা ফেরত পাবে গ্রাহকরা
** সিটি কর্পোরেশনে দায়িত্বে এলেই লুটপাট
** গ্যাসের হুইলিং চার্জ ৪৭ পয়সা করার প্রস্তাব