ঢাকা: আগামী ১৯ মার্চ দেশের ৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য মিলিয়ে মোট ৮১ টি শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (০২ জানুয়ারি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় ইসির সহকারি সচিব মোহাম্মদ আশফাকুর রহমান ৩১ জানুয়ারি সম্পন্ন হওয়া সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটগ্রহণের নির্দেশ দিয়েছেন।
নির্দেশনা থেকে জানা গেছে, ৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতে চেয়ারম্যান, ৫৯ টি ইউনিয়নে সাধারণ সদস্য ও ১০ টিতে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
যেসব ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে এগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা, সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুর্ণিমাগাতী, নাটোরের সিংড়ার ইটালী, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল, বরিশাল বাকেরগঞ্জের রঙ্গশ্রী, মাগুরা সদরের কাছুন্দি, পটুয়াখালীর রাঙ্গাবালীর রাঙ্গাবালী, ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর, কুমিল্লার মনোহরগঞ্জের ঝলম(দ.) ও সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫