টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরাঞ্চল গাবসারা ইউনিয়নের রামপুর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের রামপুর এলাকায় সন্ধ্যায় বাদামক্ষেতে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েকদিন আগে তাকে হত্যা করে বাদামক্ষেতে ফেলে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫