বগুড়া: হরতাল চলাকালে সোমবার (২ ফেব্রুয়ারি) বগুড়ার কেন্দ্রস্থল সাতমাথায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড়। দলীয় কার্যালয়ের পাশেই সর্বজন পরিচিত রফিকের চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন একজন আওয়ামী লীগ সমর্থক ও দুই সাংবাদিক।
কথা শুনে সংবাদকর্মীরা ছুটে গেলেন শহরের মাটিডালীতে অবস্থিত সদর উপজেলা পরিষদে। সময় তখন বেলা পৌনে ১২টা। প্রথমে সেই বড় দু’টি গেটসহ পকেট গেট বন্ধ দেখে বেশ খানিকটা হতাশ হন তারা। মিনিট পাঁচেক অপেক্ষার পর কাগজ কুড়াতে আসা এক ছিন্নমূল শিশু পকেট গেটের পাশে মসজিদের একটি ছোট গেট দিয়ে ভেতরে যাওয়ার পথ দেখিয়ে বললো, ‘ভেতরে গেলে এই দিক দিয়্যা আইসেন’।
এরপর ভেতরে প্রবেশ করে বিভিন্ন দফতর ঘুরে অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীর কক্ষে কাউকে দেখেননি তারা। হাঁটতে হাঁটতে তৃতীয় তলায় উঠে সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমানে কক্ষে গিয়ে তাকেও পাওয়া যায়নি। পরিচয় দিয়ে একজনের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে কথা বললে সমবায় কর্মকর্তা জানান, তিনি নিচেই একটা কাজে আছেন। তবে প্রায় একঘণ্টা পর দেখা মেলে মাহবুবর রহমানের।
কার্যালয়ের অবস্থা জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী (সিএ) মো. জাহাঙ্গীর বলেন, হরতাল-অবরোধে এমনই হয়। এর বেশি কিছু জানতে চাইলে ইউএনও’র সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
এ প্রসঙ্গে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহান আখতার জাহান বাংলানিউজের কাছে সবগুলো গেট খোলা ছিল বলে দবি করেন। তিনি বলেন, এখানে কেউ হরতাল পালন করেন না। কখনও বড় গেট বন্ধ থাকলেও ছোট গেট খোলা থাকে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫