সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে পাথর বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পীরের বাজার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- উপজেলার উত্তর খলামাদব গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী সেলিনা বেগম (৪০) ও একই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মাছুমা আক্তার (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে হাদারপাড় বাজারের উদ্দেশে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিক্সাটি পীরের বাজার ব্রিজের পাশে আসামাত্র বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এছাড়া রহিম উদ্দিন নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি ও পাথরবোঝাই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘন্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫