ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী পৌর মেয়রের গাড়িতে বোমা হামলা, চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ফেনী পৌর মেয়রের গাড়িতে বোমা হামলা, চালক আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের গাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি চালক সাইফুল ইসলাম গুরতর আহত হয়েছেন।



সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে, এ সময় মেয়র গাড়িতে ছিলেন না।

মেয়রের ছোট ভাই ফেনী চেম্বারের সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, চালক সাইফুল শহর থেকে মেয়রের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে গাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এসময় সাইফুল গুরতর আহত হন। আহত সাইফুলকে তাৎক্ষণিক ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক আবদুল কাদির বাংলানিউজকে জানান, সাইফুলের মুখে, চোখে ও শরীরের বিভিন্নস্থানে বোমার স্প্রিন্টারের আঘাত রয়েছে।

ফেনীর পুলিশ সুপার রেজাউল হক ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সাইফুল জেলার দাগনভূঞাঁর আবদুল হকের ছেলে।

 বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।