ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীতে পুলিশের বিস্ফোরকবিরোধী অভিযান চলাকালে পালিয়ে যাওয়ার সময় ইসমাইল (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় আরো দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে সাতটি তাজা ককটেল, দুই কেজি পাথর এবং পাঁচটি জর্দার কৌটা জব্দ করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় মিরপুর শাহপরান বস্তিতে অভিযান চালায় পল্লবী থানা পুলিশ। অভিযানে হৃদয় (২৮), স্বপন (২৯) ও ইসমাইল (৩০) নামে তিনজনকে আটক করা হয়।
এদের মধ্যে ইসমাইল পুলিশের গুলিতে আহত হন। তার পায়ে গুলি লাগে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান বস্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ইসমাইল আহত হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাতে বিস্ফোরক বানানোর পাশাপাশি দিনের বেলায় এরা তিনজন বাসের হেলাপার বা কন্ডাক্টর হিসেবে কাজ করেন।
ইসমাইল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫/আপডেটেড: ০২২৯ ঘণ্টা