হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন অবরোধ সমর্থকরা।
এ সময় আগুন থেকে বাঁচতে ট্রাক থেকে লাফ দিয়ে তিনজন আহত হয়েছেন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর থেকে আলুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৬-০২৩১) রাতে আলু নিয়ে বানিয়াচং উপজেলা সদরে যায়।
ফিরে আসার পথে খালি ট্রাকটি ছিলাপাঞ্জা এলাকায় পৌঁছালে মুখোশধারী অবরোধ সমর্থকরা ট্রাকটি লক্ষ করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকটিতে আগুন ধরে যায়।
এ সময় আগুন থেকে বাঁচতে ট্রাকের তিন আরোহী লাফ দিলে আহত হন।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
অন্যান্যদের আটক করতে পুলিশি অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫