ময়মনসিংহ: ময়মনসিংহে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অন্তরকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ঢাকার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।
জানা যায়, সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের ভাঙ্গাপুল এলাকায় অন্তরকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্তর শহরের গোহাইলকান্দি এলাকার আসবাবপত্র ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, সোমবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা রাজধানীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র অন্তরের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫