ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে ট্রাকচালক ও হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে ট্রাকচালক ও হেলপার নিহত

বরিশাল: বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লবণ বোঝাই ট্রাকের চালক ও এর হেলপার নিহত হয়েছেন।

ট্রাকটি খাদে পড়ে তেলের ট্যাংকে আগুন ধরে গেলে তারা নিহত হন।

তবে এটি নাশকতা নয় বলে জানিয়েছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর সুন্দরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ প্রটোকলের মধ্যেই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-২৩৪০) মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশে লবণ নিয়ে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে চালক ও হেলপার নিহত হন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হয়, ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় তেলের ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।