বরিশাল: বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লবণ বোঝাই ট্রাকের চালক ও এর হেলপার নিহত হয়েছেন।
ট্রাকটি খাদে পড়ে তেলের ট্যাংকে আগুন ধরে গেলে তারা নিহত হন।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর সুন্দরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ প্রটোকলের মধ্যেই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-২৩৪০) মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশে লবণ নিয়ে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে চালক ও হেলপার নিহত হন।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হয়, ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় তেলের ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫