রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন অবরোধকারীরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পাশে ও চারুকলা এলাকায় ককটেল তিনটির বিস্ফোরণ ঘটানো হয়।
নবাব আবদুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, হলের পশ্চিম দেওয়াল লক্ষ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় বিকট শব্দে ও ধোঁয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এতে হলের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময় লতিফ হলের কিছুটা দূরে আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, আতঙ্ক সৃষ্টির জন্য হরতাল-অবরোধ সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
নাশকতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫