ঢাকা: সোমবার সন্ধ্যার পরে লক্ষ্মীপুরে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ পিকআপভ্যান চালক কামাল হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে চারটায় তিনি মারা যান।
কামাল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর গ্রামের সাখওয়াত আলীর ছেলে।
তার ভাই শাহজাহান জানান, সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনী থেকে পিকআপভ্যানে করে চাল নিয়ে লক্ষ্মীপুর আসছিল কামাল। পথে লক্ষ্মীপুর পুলিশ লাইনসের সামনে পৌঁছালে অবরোধ সমর্থকরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে করে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে তিনজন দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে দেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোররাতে মারা যান।
এদিকে, এ ঘটনায় অন্য আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে জুয়েল (২২) ও একই উপজেলার মোস্তফার ছেলে পিকআপের হেলপার মিলন (১৮)।
** লক্ষ্মীপুরে পিকআপভ্যানে হাতবোমা, আহত ৩
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫