ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ছোট যান-চালকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ময়মনসিংহে ছোট যান-চালকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ময়মনসিংহ: সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই ঝরে যাচ্ছে বহু অমূল্য প্রাণ। পঙ্গু হয়ে সারাজীবন নরক যন্ত্রণার জীবন অনেকেরই।

এ থেকে রক্ষা পাচ্ছেন না চালক কিংবা যাত্রী।

চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাড়ির মালিকেরাও। অথচ একটু সাবধান হলে, সচেতন হলে, নিয়ম মেনে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। এর জন্য সবার আগে দরকার, চালকদের সচেতন হওয়া। কিন্তু চালকদের সচেতন করার কাজটি তেমন হয় না বললেই চলে।

এ বিষয়ে এবার উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ পুলিশ প্রশাসন। জেলা পুলিশ বিভাগের সরাসরি উদ্যোগী ভূমিকাতে এবং সিএনজিচালিত অটোরিকশা ও হিউম্যানহলার (মাহেন্দ্র) মালিক সমিতির সার্বিক সহযোগিতায় সোমবার শহরের ৩টি স্থানে চালকদের নিয়ে এ বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের চড়পাড়া মোড়, পাটগুদাম ব্রিজ মোড় ও টাউনহল মোড়ে চার থেকে পাঁচশ সিএনজিচালিত অটোরিকশা ও হিউম্যানহলার (মাহেন্দ্র) চালকেরা এ সভাগুলোতে উপস্থিত ছিলেন।

সভাগুলোতে সড়কে নাশকতা রোধ, দুর্ঘটনা রোধ, নিয়ম মেনে গাড়ি চালানো, লাইসেন্স করা, ওভারটেকিং না করা, গাড়ি চালানোর প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া ইত্যাদি বিষয়ে মূল আলোচক ছিলেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।

সৈয়দ মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে চালকদের নিয়ে এমন সরাসরি মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়েছে। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভিন্ন সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক নিয়ামুল কবীর সজল, সিএনজিচালিত অটোরিকশা- হিউম্যানহলার (মাহেন্দ্র) মালিক সমিতির সভাপতি মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, মুক্তাগাছা রোডের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ব্রিজ শাখার সভাপতি গোলাম রব্বানী, শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী, কোষাধ্যক্ষ সোহাগ আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।