ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নাশকতা বন্ধে প্রশাসনের বিশেষ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বগুড়ায় নাশকতা বন্ধে প্রশাসনের বিশেষ সভা

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালে নাশকতা বন্ধে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শাজাহানপুর উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন, দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে এসে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে। এসময় স্থানীয় সরকার প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জন্য আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবায়েত খানের সভাপতিত্বে এ সময় বগুড়া পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার বাদল, ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রীভা চাকমা, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান, মহিলা আওয়ামী লীগ নেত্রী হেফাজত আরা মিরাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।