ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে দোকান মালিক সমিতির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
জামালপুরে দোকান মালিক সমিতির মানববন্ধন

জামালপুর: রাজনীতির নামে সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসার সুযোগ করে দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে দোকান মালিক সমিতি।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন জামালপুর দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মতিয়র রহমান, যুগ্ম সম্পাদক জামাল হোসেন ও শাহ জামাল জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক আরিফ হোসেন, আপ্যায়ন সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, মুদ্রণ শিল্প সমিতির সভাপতি আজিজুর রহমান ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।