ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি বিষয়ক রিপোর্টিংয়ে সম্মাননা পাচ্ছেন বাংলানিউজের শাহেদ ইরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
কৃষি বিষয়ক রিপোর্টিংয়ে সম্মাননা পাচ্ছেন বাংলানিউজের শাহেদ ইরশাদ শাহেদ আলী ইরশাদ

ঢাকা: কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য সম্মাননা পাচ্ছেন বাংলানিউজটোয়েন্টিফোর. কম এর স্টাফ করেসপন্ডেন্ট শাহেদ আলী ইরশাদ।

‘কেচো কম্পোষ্ট ব্যবহারে কমবে কীটনাশকের চাহিদা’ শীর্ষক প্রতিবেদনের জন্য এই সম্মাননা দিচ্ছে কৃষি উন্নয়ন সংস্থা নতুন ধারা ফাউন্ডেশন।



মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য আরও সম্মাননা পাচ্ছেন বেসরকারি টেলিভিশন আরটিভির রাজিব খান, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, যমুনা টেলিভিশনের মিনহাজ উদ্দিন রাহাত, বিবিসি বাংলার সায়লা রোকসানা দিনা, এবিসি রেডিওর সমীর কুমার দে, সমকালের আলতাব হোসেন, বণিক বার্তার সাঈদ শাহীন, প্রথম আলোর ইফতেখার মাহমুদ, সকালের খবরের দেলোয়ার জাহান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের ইয়াসির ওয়াজেদ, এটিএন বাংলার আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের শেখ সফি উদ্দিন জিন্নাহ, যায়যায়দিনের হাসান মোল্লা প্রমুখ।

নতুন ধারা ফাউন্ডেশন কৃষি ভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রতি বছর কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদন তৈরি করতে সাংবাদিকদের উৎসাহ যোগাতে এ সম্মাননা প্রদান করে থাকে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।