ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
পাকুন্দিয়ায় কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কোদালিয়ায় কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।



ক্যার্ভাড ভ্যান চালকের সহকারী খোকন শেখ বাংলানিউজকে বলেন, আমরা কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৭২) পণ্য নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলাম। কিন্তু কোদালিয়া এলাকায় পৌঁছালে আমাদের ভ্যান লক্ষ্য করে কে বা কারা পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় সঙ্গে সঙ্গে আমি ও চালক লাফ দিয়ে নিচে নেমে গেলে ভ্যানটি রাস্তার পাশে খাদে পরে যায়।

তিনি আরো জানান, ভ্যানটি পানিতে পরে যাওয়ায় ভ্যানের তেমন ক্ষতি হয়নি। শুধু সামনের কিছু অংশ পুড়ে গেছে ও গ্লাস ভেঙে যায়।  

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী বাংলানিউজকে জানান, ভ্যানে পেট্রোল বোমা নয় কেরোসিন জাতীয় পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।