ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে পেট্রোল বোমা নিক্ষেপকালে ট্রাকচাপায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
মণিরামপুরে পেট্রোল বোমা নিক্ষেপকালে ট্রাকচাপায় নিহত ২ ছবি: প্রতীকী

যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় পেট্রোল বোমা নিক্ষেপ করতে গিয়ে ট্রাকের চাপায় দু’জন নিহত হয়েছেন।

এরা হলেন উপজেলার দূর্গাপুর গ্রামের লিটন ও তাহেরপুর গ্রামের ইউসুফ।



মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোরে যশোর-মণিরামপুর সড়কের মণিরামপুরের কুয়াদা এলাকার ব্যাগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি পেট্রোল বোমা ও তাদের ব্যবহূত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ বাংলানিউজকে জানান, ভোর সোয়া ৩টার দিকে ব্যাগারিতলা এলাকায় দুই যুবক মোটরসাইকেলে করে এসে ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিতিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দু’টি পেট্রোল বোমা ও তাদের ব্যবহূত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে, সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে মাছবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভায়।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।