বাগেরহাট: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতাল চলাকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত ইটভাটার পাশে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে খুলনা-মংলা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আগুনে ট্রাকের টায়ার ও কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকটি মংলা থেকে ৩৬৪ বস্তা সিমেন্ট নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথে খুলনা-মংলা মহাসড়কের শ্যামবাগাত ইটভাটার কাছে এলে কে বা কারা ট্রাকটিতে আগুন দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫