ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সিমেন্টবাহী ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বাগেরহাটে সিমেন্টবাহী ট্রাকে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতাল চলাকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত ইটভাটার পাশে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে খুলনা-মংলা মহাসড়কে এ ঘটনা ঘটে।



আগুনে ট্রাকের টায়ার ও কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,  ট্রাকটি মংলা থেকে ৩৬৪ বস্তা সিমেন্ট নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথে খুলনা-মংলা মহাসড়কের শ্যামবাগাত ইটভাটার কাছে এলে কে বা কারা ট্রাকটিতে আগুন দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।