ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১০ হাজার কোটি বনাম আড়াই লাখ!

ইলিয়াস সরকার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
১০ হাজার কোটি বনাম আড়াই লাখ!

হরতালের নামে জ্বলছে দেশ, পুড়ছে মানুষ। সংবিধানের দোহাই দিয়ে মৌলিক অধিকারের নামে অগণতান্ত্রিক এ আচরণ বন্ধ চায় ‘গণতান্ত্রিক অধিকার সুরক্ষা পর্ষদ’ নামের একটি বেসরকারি সংগঠন।

অহিংস তথা ‘গণতান্ত্রিক’ হরতাল পালনে সম্প্রতি তারা ‘হরতাল এর নীতিমালা ও আইনি বিধান প্রণয়ন’ সম্পর্কিত একটি প্রস্তাবনা আইন কমিশনে পেশ করেছে।  

এ প্রস্তাব নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ থাকছে ২য় কিস্তি।

ঢাকা: হরতালে প্রতিদিন ক্ষতি হয় ১৬শ’ কোটি টাকা থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা। কিন্তু একটি ‘সফল হরতাল’ বাস্তবায়নে কতো টাকা খরচ হয়, তার একটি কাল্পনিক হিসাব দিয়েছে ‘গণতান্ত্রিক সুরক্ষা পর্ষদ’।

প্রস্তাবনায় বলা হয়, ‘ব্যবসায়ীদের মতে হরতালে দিনে ক্ষতি হয় ১৬০০ কোটি টাকা। তবে সার্বিক ক্ষতি দশ হাজার কোটি টাকা হয় বলে জানিয়েছে এফবিসিসিআই। আর কাল্পনিক হিসেবে একটা হরতাল পালনে খরচ হয় প্রায় আড়াই লাখ টাকা। তাহলে আড়াই লাখ টাকা খরচ করে ১৬০০ কোটি বা দশ হাজার কোটি টাকার ক্ষতি করে কি লাভ?’

প্রস্তাবে উল্লেখ করা হয়, হরতালের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অস্ত্র সরবরাহকারী, হরতালে অংশগ্রহণকারী শিশু ও মাস্তান, ছাত্রনেতা, শ্রমিক নেতা, প্রাক্তন সন্ত্রাসী ও মন্ত্রীদের সঙ্গে আলাপ করা হয়েছে। এসব আলাপে যা জানা গেছে তার ওপর ভিত্তি করে তৈরি ইউএনডিপি’র সমীক্ষা (২০০৫), পত্রিকায় প্রকাশিত তথ্য এবং বর্তমান অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে ‘সফল হরতালের’ নিয়ম-কানুন।

প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, হরতালে সহিংসতা করার জন্য লোক ভাড়া করা যায় এবং একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তারা সহিংস ঘটনা ঘটান। রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকাল আগের মতো রাজপথে নামেন না। সহিংসতায় অংশগ্রহণ এবং বিভিন্ন নাশকতামূলক কাজের জন্য একটা মূল্য ধরা আছে বলে শোনা যায়। যেমন সহিংসতায় অংশগ্রহণ ২০০ টাকা, পেট্রোল বোমা নিক্ষেপ ৩০০ টাকা, ককটেল বিস্ফোরণ ৩০০ টাকা ও বাস-ট্রাকে আগুন দেওয়া এক হাজার টাকা।  

হরতালের একটি কাল্পনিক বাজেট

১. হরতালের আগের দিন: ৫টি মিছিল। উপস্থিতি ২০ জন (২০x৫x২০০ টাকা = বিশ হাজার টাকা)

২. হরতালের দিন: ১০টি মিছিল। উপস্থিতি ২০ জন (২০x১০x৩০০ টাকা = ষাট হাজার টাকা)

৩. আগের দিন: ২৫টি ককটেল বিস্ফোরণ (২৫x৩০০ টাকা = সাত হাজার পাঁচশ’ টাকা)

৪. নিক্ষেপকারী ৫ জন (৫x২০০ টাকা = এক হাজার টাকা)

৫. হরতালের দিন: ৫০টি ককটেল বিস্ফোরণ (৫০x৩০০ টাকা = পনের হাজার টাকা)

৬. নিক্ষেপকারী ১০ জন (১০x২০০ টাকা = দুই হাজার টাকা)

৭. আগের দিন: ৫টি গাড়ি পোড়ানো (৫x১০০০ টাকা = পাঁচ হাজার টাকা)

৮. হরতালের দিন: ১০টি গাড়ি পোড়ানো (১০x১০০০ টাকা = দশ হাজার টাকা)

৯. ২০টি পেট্রোল বোমা নিক্ষেপ (২০x৩০০ টাকা = ছয় হাজার টাকা)

১০. ১০টি ব্যানার (১০x১০০০ = দশ হাজার টাকা)

১১. যাতায়াত (মোট): ত্রিশ হাজার টাকা

১২. খাবার (মোট): ষাট হাজার টাকা

১৩. অন্যান্য: সাড়ে তেইশ হাজার টাকা

সর্বমোট: দুই লাখ ৫০ হাজার টাকা

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।