ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে হাতির আক্রমণে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বান্দরবানে হাতির আক্রমণে শিশু নিহত

বান্দরবান: বান্দরবানে বন্য হাতির আক্রমণে মো. তারেক (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) গভীররাতে বান্দরবান সদরের টংকাবর্তী ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, গভীররাতে ওই এলাকার একটি খামার বাড়িতে বন্য হাতির একটি দল হানা দেয়। এসময় ঘরের অন্য সদস্যরা বের হতে পারলেও হাতির দল ঘুমন্ত শিশুটিকে আছড়ে মেরে ফেলে।

একই সময় হাতির পালটি কয়েকটি কাঁচা ঘর ও বাগান গুঁড়িয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে হাঙ্গর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পূর্ণচন্দ্র দাশ জানান, কয়েকদিন ধরে দক্ষিণ হাঙ্গর এলাকায় বন্য হাতির পাল অবস্থান নিয়ে লোকালয়ে হানা দিয়ে বাগান ও ঘরবাড়ির ক্ষতিসাধন করছে। এজন্য এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও জানান চেয়ারম্যান।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।