বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় একটি বন্য হাতি হত্যা করে মাথা লুট করেছে পাচারকারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) গভীররাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম চাকমা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে দুর্গম পাহাড়ে সুর ও মাথাবিহীন একটি হাতির দেহ পড়ে থাকতে দেখে তারা বন বিভাগকে বিষয়টি জানান। খবর পেয়ে সেনাবাহিনী, বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সদস্যরা ঘটনাস্থলে এসে হাতিটির দেহ উদ্ধার করে।
হাতির দাঁত সংগ্রহ করার জন্য পাচারকারীরা হাতিটিকে হত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা।
লামা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার জানান, মৃত হাতিটির পায়ের মাপ সাড়ে ৭ ইঞ্চি থেকে সাড়ে ১২ ইঞ্চি, উচ্চতা ৬ ফুট। এটি হাতির শাবক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির দেহ পরীক্ষা করে ফরেনসিক প্রতিবেদনের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
লামা উপজেলা বন বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হাতি হত্যার বিষয়ে লামা থানায় একটি জিডি করা হয়েছে এবং কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫