ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধার স্ত্রী ভাবতে ঘৃণা হয় বলে মন্তব্য করেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী অধ্যাপিকা পান্না কায়সার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর শাহবাগে ‘জামায়াত-বিএনপির জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাড়াও’ শীর্ষক কার্টুন প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণজাগরণ মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চ এ কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে।
পান্না কায়সার বলেন, খালেদা জিয়ার ঘাড়ে এখন ভর করে আছেন নিজামী, মুজাহিদরা। তার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ভাবতেই ঘৃণা হয়। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হলে এসব রাজাকারদের পাশে রেখেছেন কী করে? এদেশ থেকে জামায়াত-বিএনপিকে নিষিদ্ধ করতে হবে।
এখনও দেশে রক্তের বন্যা বইছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ জাতি আন্দোলন করে বেঁচে থাকার জাতি। জ্বালাও-পোড়াও করে আপনারা রাজনীতিকে কুলষিত করছেন। এ জাতি যেদিন জেগে উঠবে, প্রতিরোধ করা শুরু করবে সেদিন পালানোর পথ খুঁজে পাবেন না। এসব জ্বালাও-পোড়াও বন্ধ করুন।
এ সময় কামাল পাশা চৌধুরী, এফ এম শাহীনসহ মঞ্চের অন্য সংগঠকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫