খুলনা: দরজার কড়া ও আলমারির তালা ভেঙে খুলনা জেলা জজ আদালতের নেজারত বিভাগে চুরির চেষ্টা করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দরজার ২টি কড়া ও ১টি আলমারির তালা ভেঙে চুরির চেষ্টা করে।
নেজারত বিভাগের কর্মকর্তা সুরুজ জামান বাংলানিউজকে জানান, চুরির উদ্দেশ্যে দরজার ২টি কড়া ও ১টি আলমারির তালা ভাঙে দুর্বৃত্তরা। আলমারিতে অনেক জরুরি কাগজপত্র ছিল। তবে এ ঘটনায় কী চুরি হয়েছে তা এখনও বের করা সম্ভব হয়নি।
এদিকে, এডিসি তসলিমা খাতুনের নেতৃত্বে একটি দল বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫