ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা জেলা জজ আদালতের নেজারত বিভাগে চুরির চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
খুলনা জেলা জজ আদালতের নেজারত বিভাগে চুরির চেষ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দরজার কড়া ও আলমারির তালা ভেঙে খুলনা জেলা জজ আদালতের নেজারত বিভাগে চুরির চেষ্টা করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দরজার ২টি কড়া ও ১টি আলমারির তালা ভেঙে চুরির চেষ্টা করে।



নেজারত বিভাগের কর্মকর্তা সুরুজ জামান বাংলানিউজকে জানান, চুরির উদ্দেশ্যে দরজার ২টি কড়া ও ১টি আলমারির তালা ভাঙে দুর্বৃত্তরা। আলমারিতে অনেক জরুরি কাগজপত্র ছিল। তবে এ ঘটনায় কী চুরি হয়েছে তা এখনও বের করা সম্ভব হয়নি।

এদিকে, এডিসি তসলিমা খাতুনের নেতৃত্বে একটি দল বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।