মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফতাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সবাই গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে তেরাইল গ্রামের জিনারুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (২৬), ফরমান আলীর ছেলে আব্দুর রশিদ (২০), মাদার আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), আরজ আলীর ছেলে জহুরুল ইসলাম (২০), আব্দুল বারীর ছেলে মোনারুল ইসলাম (৪০), আব্দুর রহমানের ছেলে সামিউল্লাহ (১৮), মানিরুল ইসলামের ছেলে কাজল হোসেন (২০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আলগামন চালক সাবাজান আলী বলেন, তেরাইল থেকে যাত্রীদের নিয়ে গাংনী শহরে দিকে আসছিলাম। পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফতাইপুর এলাকায় এলে হঠাৎ আলগামনের একটি চাকা খুলে যায়। এতে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ১২ যাত্রী আহত হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা এমকে রেজা বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫