কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আট মাঝি-মাল্লাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪২ এর সদস্যরা। এসময় ইয়াবাবাহী দু’টি ট্রলার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।
তিনি জানান, নদী পথে মায়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসছে-এমন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ বদরমোকামের নাফনদীর মোহনায় অভিযান চালায় বিজিবি। এসময় ৫০ হাজার ইয়াবা ও দু’টি ট্রলারসহ আট মাঝিমাল্লাকে আটক করা হয়।
আটক সবাই কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫