ঢাকা: ১২তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিন প্রদর্শনী মেলা শুরু হতে যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার এ মেলা শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি তপন চৌধুরী।
তাইওয়ানের চ্যান চাউ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিডেট এবং হংকংয়ের ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের যৌথ সহযোগিতায় এ মেলার আয়োজন করছে বিটিএমএ।
মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় আরও উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে তপন চৌধুরী বলেন, মেলায় ৩৩টি দেশের ৮৮০টি মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি অংশ নেবে। প্রদর্শনী স্থানের ১৬টি হলে এক হাজার ৬০টি বুথ থাকবে। যেখানে বিশ্ব বিখ্যাত সব ব্রান্ডের কোম্পানির মেশিনারিজ প্রদর্শন করা হবে।
প্রদর্শনীতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, চীন, চেক বিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
বিটিএমএ সভাপতি বলেন, আমাদের এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহের জন্য ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলবে। মেলায় পণ্য উৎপাদনকারী, তাদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের শিল্প কারখানার জন্য উন্নতমানের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট ও যন্ত্রাংশ সম্পর্কে সম্যক ধারণা পাবেন। প্রয়োজনে মেলা থেকে প্রয়োজনীয় মেশিন ক্রয় করতেও পারবেন। এবারের মেলার টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের সরবরাহ চেইন সম্পর্কে ধারণা পেতে পারে।
তিনি আরও বলেন, প্রদর্শনীতে ক্রেতারা স্পিনিং, উইভিং, নিটিং, ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি, সেলাই এবং সংশ্লিষ্ট সর্বশেষ প্রুক্তিগত ও উন্নতমানের মেশিন যন্ত্রপাতি ও প্রযুক্তির উৎসগুলো সম্পর্কে প্রয়োজনীয় ধারণা নিতে পারে।
গত বছর মেশিন প্রদর্শনীতে দুইশ মিলিয়ন ডলারের স্পট ডেলিভারির আদেশ পাওয়া গিয়েছিল। এবার আরও বেশি আদেশ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তপন চৌধুরী।
মেলা ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলছে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের জন্য দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। তবে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না। মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫/আপডেট: ১৫১৮ ঘণ্টা