কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরো এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে এ ঘটনায় মোট ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মহেশখালী ধলঘাটা ইউনিয়নের উপকূল সংলগ্ন হাঁসেরচর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মৃতদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মৃতদেহটি কুতুবদিয়ায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় কোনো যাত্রীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পঁচা-গলা মৃতদেহটির বয়স আনুমানিক ৩০ বছর। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলে দেড় শতাধিক যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে একটি ট্রলার ডুবে যায়। ওই দিন সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলারসহ ৪৩ জনকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
এরপর সোমবার (০২ ফেব্রুযারি) মহেশখালী হাঁসেরচর এলাকা থেকে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫