নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালে আগুনে পুড়ে যাওয়া রোগীদের জন্য দু’টি করে শয্যা সংরক্ষিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মঙ্গলবার থেকে এ সব শয্যা (বেড) সংরক্ষিত রাখা শুরু হয়।
চলমান সরকার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতায় অগ্নিদগ্ধের ঘটনা বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনায় এসব শয্যা চালু করা হয়েছে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জে ইদানীং বার্ণ বা আগুনে পুড়ে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। এসব কারণে সরকারি নির্দেশনায় দু’টি হাসপাতালেই আগুনে পুড়ে যাওয়া রোগীর জন্য দু’টি করে বেড বা শয্যা রাখা হয়েছে।
নারায়ণগঞ্জের কোন হাসপাতালে বার্ণ ইউনিট না থাকায় আগুনে পোড়া রোগীদের সব সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হতো। এ কারণে অনেক রোগী পথের বিলম্বের কারণে মারা যেতেন ।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫