পটুয়াখালী: পটুয়াখালীতে মোটরসাইকেল চালক আব্দুল সালাম (২৯) হত্যা মামলায় আসাদুল মুন্সি (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলমগীর কবির এ রায় দেন।
আসাদুলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার পাঙ্গশিয়া এলাকায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কেবিএম আরিফুল হক টিটু বাংলানিউজকে জানান, বরগুনা জেলার আমতলী উপজেলার নাচনা পাড়ার আব্দুল বারেক সিকদারের ছেলে সালামের সঙ্গে আসাদুলের বিরোধ ছিল। ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি আসাদুল যাত্রাপালা দেখানোর কথা বলে তাকে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামে নিয়ে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে ১২ ফেব্রুয়ারি দিনগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের চৌকিদার বাড়ির পাশের বেড়িবাঁধের কাছে সালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসাদুল। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এলে আসাদুল পালিয়ে যান।
আরিফুল হক টিটু আরো জানান, ১৩ ফেব্রুয়ারি এ ঘটনায় সালামের বাবা বাদী হয়ে আসাদুলকে আসামি করে পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ১৪ ফেব্রুয়ারি আসাদুলকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট শিয়াবুল ইসলামের আদালতে হাজির করেন। এসময় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরে ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ৩৫ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫