বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত পথে ভারত থেকে গরু আনার সময় আজিজুর রহমান (৩০) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
আটক গরু ব্যবসায়ী পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের সিবনাথপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
স্থানীয় গরু ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, সীমান্ত পথে ভারত থেকে গরু আনার জন্য গরু ব্যবসায়ী আজিজুর রহমান পুটখালী সীমান্তে ভারতীয় ইছামতি নদীর ধারে দাঁড়িয়ে ছিলেন। এসময় বিএসএফ সদস্যা তাকে ধাওয়া করে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে জখম করে আহত অবস্থায় ২৪ পরগনা জেলার গাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।
২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল হক আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫