ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে ফের টানা হরতালের আভাসে আবারো শঙ্কায় পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
শিক্ষা মন্ত্রণালয় বুধবার পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে উদ্বেগের মধ্যে রয়েছেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী।
গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও টানা ৭২ ঘণ্টার হরতালে প্রথম দিনের পরীক্ষা পিছিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়।
০৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে।
মাদ্রাসা বোর্ডে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা হওয়ার কথা।
বুধবারের পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
গত ০১ ফেব্রুয়ারি থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি জোট। হরতালের মধ্যে সোমবার রাতে কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ায় পুড়ে মারা গেছে সাত জন, আহত হয়েছেন আরও ১৪ জন। যাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রাজধানীসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৬টায় টানা এই হরতাল শেষ হচ্ছে।
অবরোধের মধ্যে বুধবার সকাল থেকে আবারও টানা হরতাল আসতে পারে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। এ অবস্থায় নাশকতার আশঙ্কা তাড়া করছে শিক্ষার্থীদের।
গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে ওই দিনের ছয়টি পরীক্ষা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি নেওয়া হয়।
২ ফেব্রুয়ারি এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি, কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বিকালে বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা ছিল।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে সকালে ছিল কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা।
সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এসব অনুষ্ঠিত হবে।
মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এক অভিভাবক বলেন, প্রথম পরীক্ষা পিছিয়ে যাওয়ায় তার ছেলে অনেকটা ভেঙে পড়েছে। দ্বিতীয় পরীক্ষা হবে কি না- তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে ঠিকমত পড়াশোনাও করতে পারছে না।
এদিকে সকাল ১০টা থেকে সাংবাদিকরা শিক্ষা মন্ত্রণালয়ে অপেক্ষা করলেও কোনো কর্মসূচি ঘোষণার আগে আনুষ্ঠানিকভাবে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।
২ ফেব্রুয়ারি এসএসসির লিখিত পরীক্ষা শুরু হয়ে ১০ মার্চ শেষ হওয়ার কথা। আর ১১-১৬ মার্চ ব্যবহারিক পরীক্ষা হবে।
বিএনপি-জামায়াতের হরতালে এর আগেও পাবলিক পরীক্ষায় ব্যাঘাত ঘটে।
হরতাল-অবরোধে ২০১৩ সালের এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।
এছাড়া ২০১৪ সালের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়ে। জেএসসি-জেডিসির চার দিনের ৯টি পরীক্ষা পিছিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫