আশুলিয়া(ঢাকা): জমি দখলকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামে বাড়ি-ঘর ও অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে রাত চারটার দিকে আশুলিয়ার আদর্শ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানান, ঢাকার গুলিস্তানের শীর্ষ সন্ত্রাসী খোকন বাহিনীর কয়েক’শ লোক ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে আউকপাড়া আদর্শ গ্রামের ১০ একর জমি দখল করার জন্য হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা কয়েকটি বসত বাড়ী ও একটি অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে নগদ ৬০ হাজার টাকা একটি ল্যাপটপ কম্পিউটার সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। পরে এলাকাবাসী এক জোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় একটি প্রাইভেট কার ফেলে রেখে যায় তারা।
খবর পেয়ে আদর্শ গ্রাম পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। সন্ত্রাসীদের রেখে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন আদর্শ গ্রামে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫