ঢাকা: রাজধানীর বাড্ডায় বাড়িতে ডাকাতি করে ফেরার পথে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে তিন পুলিশ ও তিনজন ডাকাত।
মঙ্গলবার ১টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকার লিংক রোড সংলগ্ন ৬ নম্বর রোডের ৪ নম্বর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল আব্দুস সালাম (বেড নং- ১০০৬৬), আবুল কালাম (বেড নং-২১৩৩৫) ও পরিদর্শক (তদন্ত) কামরুল ফারুক। এদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১ টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকার মার্কেন্টাইল ইন্সুরেন্সের ডিএমডি ফিরোজ কবিরের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে।
তারা অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৩ হাজার মার্কিন ডলার, ৫/৭ ভরি স্বর্ণ, ২টি মোবাইল সেট, ২টি স্টিল ক্যামেরা নিয়ে পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলকে ধাওয়া করে। পরে গুদারাঘাট সংলগ্ন রাস্তায় পুলিশ ও ডাকাত মুখোমুখি হয়। সেখানে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ৩ পুলিশ সদস্য ও তিনজন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়।
ওসি জানান, এসময় ঘটনাস্থলে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ২ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা, ম্যাগজিন, ২টি চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অন্য ডাকাত সদস্যদের আটকের চেষ্টা চলছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড়ির মালিক ফিরোজ কবির জানান, ডাকাতরা অস্ত্রের মুখে আমার স্ত্রী ছেলে ও কাজের মেয়েকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ নানা দামি জিনিসপত্র নিয়ে বেড়িয়ে যায়। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাদের ৫ ডাকাত সদস্যকে আটক করে।
তিনি বলেন, তার গাড়ির ব্যক্তিগত চালক শহিদুল এই ডাকাতির ঘটনার সাথে জড়িত। এজন্য তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫