জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আখ বোঝাই ট্রলির (শ্যালো ইঞ্জিন চালিত) চাপায় নাইমুন নাহার (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাঙ্গর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইমুন নাহার উপজেলার উচনা সোনাতলা গ্রামের মুদী দোকানী ছানোয়ার হোসেনের মেয়ে ও শ্রীমন্তপুর কেজি স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপরে উপজেলার খাঙ্গর বাজার থেকে বাড়ি ফিরছিল নাইমুন নাহার। পথিমধ্যে আখ বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়রা চালকসহ ট্রলিটিকে আটক করে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫