ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান বাদশার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নাশকতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান বাদশার ফজলে হোসেন বাদশা

রাজশাহী: মহান মুক্তিযুদ্ধের চেতনায় নাশকতা সৃষ্টিকারীদের মোকাবেলা করতে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের ভুবন মোহন পার্কে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।



বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের জ্বালাও-পোড়াও এবং নাশকতার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমান্ড মহানগর ও জেলা ইউনিটের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়।
ফজলে হোসেন বাদশা বলেন, সরকার আপনাদের পাশে আছে, রয়েছে ১৪ দলও। আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় আবারও উজ্জীবিত হয়ে এগিয়ে যান।

‘প্রতিটি পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে না পারলে দেশটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। ধ্বংস হয়ে যাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব’--  বলেন তিনি।

মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী মহানগর সংসদের সভাপতি ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে জেলা কমান্ডার সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমাণিক দেবু প্রমুখ বক্তব্য দেন।

এদিকে অবরোধ-হরতালের প্রতিবাদে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন করেছে শ্রমিক লীগ।

এ সময় নাশকতাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  
মানববন্ধন ও  সমাবেশে নগর আওয়ামী লীগ নেতারা ছাড়াও জাতীয় শ্রমিক লীগের মহানগর সভাপতি বদরুজ্জামান খায়ের  বক্তব্য দেন।

মানববন্ধনে শ্রমিক লীগের ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।