বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৬১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মাদকের ওই চালানটি জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে রুদ্রপুর সীমান্ত অভিযান চালানো হয়। চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ৬১৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় ৪ জনকে পলাতক আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।
শার্শার রুদ্রপুর ক্যাম্প বিজিবির নায়েব সুবেদার আজিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫