ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নোয়াখালীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী জেলা ইউনিটের কমান্ডার মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক জেলা ইউনিট কমান্ডার মিজানুর রহমান, বর্তমান ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, সদর উপজেলা কমান্ডার কামাল উদ্দিন, জেলার সরকারি কৌসুলি (জিপি) কাজী মানছুরুল হক খসরু প্রমুখ।

বক্তারা অবিলম্বে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার জানিয়ে জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।