নোয়াখালী: দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী জেলা ইউনিটের কমান্ডার মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক জেলা ইউনিট কমান্ডার মিজানুর রহমান, বর্তমান ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, সদর উপজেলা কমান্ডার কামাল উদ্দিন, জেলার সরকারি কৌসুলি (জিপি) কাজী মানছুরুল হক খসরু প্রমুখ।
বক্তারা অবিলম্বে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার জানিয়ে জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে বন্ধের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫