ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বালুমহলে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রাজশাহীতে বালুমহলে অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নবগঙ্গা এলাকায় অবৈধ বালু মহলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।



এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কিছু প্রভাবশালী বালুমহল করে বালু উত্তোলন করে আসছিল।

মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যায়। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ও কিছু পাইপ পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।