কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে পেনু মিয়া (৪৫) নামে এক বয়লার শ্রমিক নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন পুলিশের ৫ সদস্যসহ দুই গ্রামের শতাধিক লোকজন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাজিতপুর বাজারের বাশমহল এলাকায় এ সংর্ঘষ হয়।
নিহত পেনু মিয়া বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের জামাল মিয়ার ছেলে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারিজল হাছান।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বেলা ১২টার দিকে উপজেলার কৈলাগ গ্রামের মামুন মিয়ার সঙ্গে পৈলনপুর গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে মারামারি হয়। এ খবরে কৈলাগ গ্রাম ও পৈলনপুর গ্রামের লোকজন বাজিতপুর বাশমহল এলাকায় জড়ো হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭৪ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ঘটনাস্থলেই পেনু মিয়া নিহত ও শতাধিক লোকজন আহত হয়। আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বাংলানিউজকে জানান, ওই এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫