ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে গ্রামপুলিশের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ধামরাইয়ে গ্রামপুলিশের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: ঢাকার ধামরাইয়ে থানা পুলিশের উদ্যোগে দুস্থ্য ও অসহায় গ্রামপুলিশদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই থানায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



এসময় ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫৪ জন গ্রামপুলিশের হাতে কম্বল তুলে দেন।

হাবিবুর রহমান উপস্থিত সব গ্রামপুলিশের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনারা দেশের সম্পদ। আমি বিশ্বাস করি আপনারা সব সময় পুলিশকে সাহায্য করে থাকেন। ‘

একই সঙ্গে তিনি গ্রামপুলিশকে দায়িত্ব পালনে অনঢ় থাকার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম, সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার রাসেল শেখ, ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার, সাভার প্রেসক্লাবের সভাপতি জাভেদ মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।